May 9, 2024
agartala,tripura
রাজ্য শিক্ষা

১০৩২৩ মামলায় ফের রাজ্যের শিক্ষা দপ্তরকে ৪ সপ্তাহ সময় দিয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের এক্ মামলায় ফের রাজ্যের শিক্ষা দপ্তরকে ৪ সপ্তাহ সময় দিয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। ন্যায় বিচারের আশা করছেন মামলাকারীরা। নারায়ণ সূত্রধর নামে এক চাকরিচ্যুত শিক্ষক প্রথমে সুপ্রিম কোর্টে পিটিশন করেন। ফের পর্যায়ক্রমে উনার সঙ্গে যুক্ত হয়েছে আরও এক হাজারের উপরে চাকরি চ্যুত শিক্ষক-শিক্ষিকা। চলতি মাসের ১৬ তারিখ সর্বশেষ এই মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্ট শিক্ষা দপ্তরকে নোটিস দিয়েছে ৪ সপ্তাহের সময় দিয়ে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান পিটিশনাররা। মামলাকারী নারায়ণ সূত্রধর জানান, সুপ্রিম কোর্টে ২০২৩ সালে একটি পিটিশন করেছিলেন। সেই মামলায় শুনানির পরে সুপ্রিম কোর্ট আবেদনকারীকে উচ্চ আদালতে পিটিশন করার কথা বলে। সেই মতো তিনি হাইকোর্টে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

তাই ফের ২০২৪ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নারায়ণ সূত্রধর। নারায়ন সূত্রধর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার ধাপে ধাপে আরও এক হাজারের উপর শিক্ষক যুক্ত হন। ফেব্রুয়ারিতে শুনানির পর চলতি মাসের ১৬ তারিখ আবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেদিনই শিক্ষা দপ্তরকে কারণ দর্শানোর নোটিস দেয়।নারায়ণ বাবু বলেন, তাদের চাকরি যায়নি। তাঁর প্রশ্ন ১০৩২৩-র মামলায় কেউ পার্টি না হয়েও কিভাবে সাজা পাবে? তারা আশা করছেন ন্যায় বিচার পাবেন এবার।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service