May 20, 2024
agartala,tripura
রাজ্য

হাইকোর্টের রায়ে খুশি মজদুর মনিটরিং সেল অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাইকোর্টের রায়ে খুশি মজদুর মনিটরিং সেল অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা সংঘ-র নেত্রিত্ব। বৃহস্পতিবার সংগঠনের তরফে বটতলায় মজদূর মনিটরিং সেলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়।আদালতের রায়ের পর সাংবাদিক সম্মেলন করেন। নেত্রিত্ব আশা প্রকাশ করেন যে রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকে তারা কাজ করছেন সেই সরকার দ্রুত আদালতের রায় কার্যকর করবে। এতে তারা আরও বেশি আনন্দিত হবেন।

তবে নেত্রিত্ব-র কথায় এদিন স্পষ্ট তারা মনোক্ষুন্ন রাষ্ট্রবাদী সরকারের পাশে থেকেও আদালতে মামলা করতে হয়েছে। অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়েছিল অবসরের পর ওনাদের গ্র্যাজুইটি পাওয়ার জন্য। বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় বের হয়। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ১৯৭২ সালের এক্ট অনুসারে সম্পূর্ণ গ্রেজুয়েটি অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের প্রদান করার জন্য।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service