May 20, 2024
agartala,tripura
রাজ্য

কোন ব্যবসায়ী যদি অসাধু উপায় অবলম্বন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : সুশান্ত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জ্বালানি সংকট যাতে দ্রুত সুরাহা হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। আধিকারিকরা রেলওয়ে ও আইওসি এলের সঙ্গে যোগাযোগ রাখছেন। দ্রুত রাজ্যের পরিস্থিতি মোকাবিলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে যাতে আনা যায় সে বিষয়ে কথাবার্তা হয়েছে। কিছুদিনের মধ্যে জ্বালানি সমস্যার সুরাহা হবে এবং পুনরায় আগের মতো পেট্রোল ও ডিজেল নিয়মিত সরবরাহ করা হবে। জ্বালানি সংকট নিয়ে প্রতিক্রিয়ায় একথা বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি সকলের কাছে আহ্বান রাখেন ধৈর্য রাখার জন্য। তিনি বলেন সরকারের তরফে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। খাদ্যমন্ত্রী জানান তিনি নিজেও সমস্ত বিষয়ের উপর নজর রেখে আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থা করছেন। পাশাপাশি মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন মানুষ যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কোন অসুবিধার মধ্যে না পড়েন। প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। কোন ব্যবসায়ী যদি অসাধু উপায় অবলম্বন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service