May 20, 2024
agartala,tripura
রাজ্য

ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা ফিরে পেলেন তাদের অধিকার

জনতার কলকাতা ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ আইনী লড়াই করে অবসরকালীন গ্র্যাচুইটির অধিকার পেলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা। বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ তাঁর রায়ে জানিয়ে দিলেন রাজ্যের অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী।আগামী এক মাসের মধ্যে সুদ সহ এই রায় কার্য করার নির্দেশ দেন তিনি।

অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকাদের হয়ে মামলা পরিচালনা করেছেন আইনজীবী বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান যে ২০২১ সালে সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্বেও ত্রিপুরা সরকার সেটা মানতে চায়নি ও উদ্দেশ্যপ্রনোদিতভাবে বঞ্চিত করেছে কর্মীদের । তিনি বলেন ২০২৩ সাল থেকে এই মামলা চলেছে।

আজ অঙ্গনওয়াড়ি কর্মীরা অধিকার ফিরে পেলেন।পুরুষোত্তম রায় বর্মন বলেন এই রায়ের ফলে শুধুমাত্র মামলাকারীরা নন সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা এই রায়ের সুবিধা পাবেন। বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের সাথে এই মামলায় সহকারী হিসেবে সহায়তা করেছেন আইনজীবী কৌশিক নাথ, সমরজিৎ ভট্টাচার্য, আরাধিতা দেববর্মা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service