May 19, 2024
agartala,tripura
অপরাধ

টি এফ এস ই অবৈধ দাবি ত্রিপুরা আর্ট সোসাইটি’র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
ত্রিপুরা আর্ট সোসাইটি’র পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সোসাইটির পক্ষ থেকে দাবি করা হয় যে রাজ্যের শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রগতির সাথে সাথে শিক্ষাঙ্গনে বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠছে। রাজ্যের শিল্প থকে শিক্ষাঙ্গন সর্বত্রই তা দেখা যাচ্ছে। ইদানিং টি এফ এস ই নামে ভুঁইফোড় একটি সংস্থা রাজ্যে সক্রিয় হয়ে রয়েছে। তার পেছনে তাদের লুকনো উদ্দেশ্য কি এ নিয়ে এই দিনের এই সাংবাদিক সম্মেলন। তাদের দাবি এই সংস্থার রেজিস্ট্রেশন অবৈধ। এমন কি যে বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত বলে তারা দাবি করছে সেটাও অবৈধ। এ ব্যাপারে সর্বভারতীয় স্তরে একটি সংবাদ মাধ্যমে তা প্রকাশিতও হয়েছে বলে এদিন দাবি করা হয় সংস্থার পক্ষ থেকে। রাজ্যবাসীকে সতর্ক করে তাদের আরও দাবি এই অবৈধ সংস্থা রাজ্য থেকে প্রোগ্রামের নাম করে প্রচুর টাকা লুট করে নিয়ে যাচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service