May 19, 2024
agartala,tripura
অপরাধ

মানুষের স্বার্থে শুধুমাত্র সরকারি নির্দেশ পালন করলেই হবে না,সঠিক বাস্তবায়ন করতে হবে : টিঙ্কু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
এন্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রতিরোধের উপর এক গুরুত্বপূর্ণ রাজ্য স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয় সোমবার। রাজধানী আগরতলা ভগৎ সিং যুব আবাসে জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় ভলানকারী হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত একদিনের এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, ভলানটারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার অন্যতম কর্মকর্তা শ্রীলেখা রায় সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মূলত এন্টিবায়োটিক ওষুধের ঝুঁকি কতটুকু রয়েছে এবং সেই ঝুঁকি কিভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন কর্মশালায়। এদিন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন সংস্থা প্রতিনিয়ত নানা কর্মসূচি সংঘটিত করে থাকে। কিন্তু গৃহীত কর্মসূচি গুলির সঠিক বাস্তবায়ন কতটুকু হল সে বিষয়ে নজর নেই কারোর। গৃহীত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হল কিনা তা যাচাই করার দায়িত্ব কিন্তু উদ্যোক্তাদেরই। মানুষের স্বার্থে শুধুমাত্র সরকারি নির্দেশ পালন করলেই হবে না। যতক্ষণ না পর্যন্ত এর সঠিক বাস্তবায়ন হবে ততক্ষণ তার সাফল্য পাওয়া যাবে না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service