May 20, 2024
agartala,tripura
খেলা

জয়ের ধারা অব্যাহত রাখলো জার্নালিস্টস্ প্লেয়ারস্ এসোসিয়েশন

জনতার কলম, এিপুরা,আগরতলা প্রতিনিধি :- ক্রিকেট মরশুম শুরু হতে না হতেই সাংবাদিক ক্রিকেটাররা জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে জিপিএ।‌ ‘এনিমেটর’ ও ‘পেগাসাস’-কে হারানোর পর আজ তৃতীয় টি-২০ ম্যাচেও রোমাঞ্চকর জয় পেয়েছে জেপিএ ক্রিকেট দল। খেলা ছিল ‘ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ’-এর সঙ্গে। প্রীতি ক্রিকেট ম্যাচ, টি-২০ রোমাঞ্চকর লড়াইয়ে ৩ রানে জয় পেয়েছে সাংবাদিক ক্রিকেটাররা তথা জার্নালিস্টস্ প্লেয়ারস্ এসোসিয়েশন। সকাল দশটায় আস্তাবল মাঠে তথা স্বামী বিবেকানন্দ ময়দানে ম্যাচ শুরুর আগে আয়োজক ডেন্টাল এসোসিয়েশনের পক্ষ থেকে প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার অরুপ দেববর্মাকে সংবর্ধনা দেওয়া হয়। সম্মাননা জ্ঞাপন করেন প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত আগরতলা প্রেসক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে-কে। খুব কম সময়ের মধ্যে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করায় সাংবাদিক ক্রিকেটার দলের পক্ষ থেকে অধিনায়ক অভিষেক দে, ডেন্টাল এসোসিয়েশন দলের অধিনায়ক ডা. রণবীর রায়কে ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিবৃন্দ দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খেলা শুরুতে টস জিতে ডেন্টাল অ্যাসোসিয়েশন, ক্রিকেট দলের অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক ক্রিকেটারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত ২০ ওভার খেলে সাংবাদিক ক্রিকেটাররা ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিশ্বজিৎ দেবনাথের অপরাজিত ২৫ রান, মেঘধন দেবের ২৩ রান, বাপন দাসের ১৯ রান এবং কৌশিক সমাজপতির ১৪ রান উল্লেখযোগ্য। ডেন্টাল অ্যাসোসিয়েশনের পক্ষে অনুপম, অন্তিম, পিনাক এবং বিবেক প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ডেন্টাল এসোসিয়েশন ৭ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ডা. দীপ দত্ত সর্বাধিক ৪১ রান সংগ্রহ করে সেরা ব্যাটসম্যানের ট্রফিটি ছিনিয়ে নেয়, তবে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। সাংবাদিক ক্রিকেটার দলের অলরাউন্ডার অনির্বাণ দেব ম্যাচের সেরা এবং সেরা বোলার এর দুটি পুরস্কার জিতে নেয়। অনবদ্য ক্যাচ ধরে পুরস্কার পেয়েছেন জেপিএ দলের অধিনায়ক অভিষেক দে। বাপন দাস, জাকির হোসেন, প্রণব শীল এবং বিশ্বজিৎ দেবনাথও আজ দুর্দান্ত বল করে প্রত্যেকেই উইকেট পেয়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি তথা রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম-সচিব সরযূ চক্রবর্তী, ডা. শান্তনু দাসগুপ্ত এবং ডা. সজল নাথ প্রমুখ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন। আম্পায়ার অচিন্ত্য চক্রবর্তী, অজয় দে এবং স্কোরার ঊমেশ ধানুককেও স্মারক উপহার দেয়া হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচ ফিনিশের পরিপ্রেক্ষিতে অধিনায়ক ডা. রণবীর রায় এবং জেপিএ’র সভাপতি তথা টিম ম্যানেজার সুপ্রভাত দেবনাথ, দু’জনেই মূলতঃ ম্যাচের জয় হয়েছে বলে দলের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service