2024-12-19
agartala,tripura
রাজ্য

চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে আকস্মিক আগুন

জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- একদিকে ঘন দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় ঝড়ো বৃষ্টিপাত আর অন্যদিকে আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছানোর লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়ে চলা এক রোগী পরিষেবা প্রদানকারী চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে আকস্মিক আগুন ও কালো ধোঁয়ার আবরণ । ঘটনা আজ শনিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের মোড়ে । জানা গেছে, আকস্মিক অগ্ন্যুৎপাত সৃষ্টি হওয়া রোগী পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স’টি ধলাই জেলার ছৈলেংটা মহকুমা হাসপাতালের । যদিও এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই । তবে আজ অল্পেতেই যেন রক্ষা পেল রোগী পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স’টি সহ চালক ও রোগী অপর এক ব্যক্তি । ঘটনার বিবরণে সূত্র মারফত জানা যায়, আজ শনিবার সকাল আনুমানিক ১০ টা নাগাদ ধলাই জেলার ছৈলেংটা মহকুমা হাসপাতাল থেকে TR01 J 1119 নম্বরের অ্যাম্বুলেন্সটি রাজধানী আগরতলায় রোগী পরিষেবা প্রদান করার কাজ সেরে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ মোতাবেক খয়েরপুর বাইপাসের TATA শোরুমে গাড়িটির প্রয়োজনীয় সার্ভিসিং করিয়ে পুনরায় সন্ধ্যা রাতে খয়েরপুর সার্ভিসিং সেন্টার থেকে চালক নিশিকান্ত দেববর্মা এই অ্যাম্বুলেন্স গাড়িটি নিয়ে গন্তব্যস্থল ছৈলেংটা মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় । কিন্তু রাত আনুমানিক ১০ টা নাগাদ তেলিয়ামুড়া বাজার সংলগ্ন এলাকায় আসতেই জাতীয় সড়কের মধ্যেই গাড়িটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে । সঙ্গে সঙ্গেই চালক সহ অপর ব্যক্তি গাড়িটি পার্শ্ববর্তী জায়গায় থামিয়ে গাড়িটি থেকে নেমে পড়ে । ততক্ষণে শর্ট-সার্কিট থেকে ভেতরে আগুন লেগে যায় । শুরু হয় চিৎকার চেঁচামেচি ও দৌড়ঝাঁপ । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের । খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘরি করে ঘটনাস্থলে গিয়ে বড়সড়ো বিপদের হাত থেকে গাড়িটি সহ গোটা এলাকাকে রক্ষা করতে সমর্থ হয় । উক্ত ঘটনায় নিমেষের মধ্যেই আসাম আগরতলা জাতীয় সড়কের দু-পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে অসংখ্য ছোট বড়ো যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি । তবে চলন্ত গাড়িতে আগুন এই ঘটনাকে ঘিরে গোটা এলায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service