গত ৪৫ বছরের মধ্যে দেশে বর্তমানে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে ।প্রতিদিন গড়ে ৩৬জান বেকার বেরোজগাড়ি হয়ে আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে ।শুক্রবার প্রদেশ যুব কংগ্রেস আয়োজিত আক্রোশ যাত্রায় অংশ নিয়ে এই মন্তব্য করেন প্রদেশ যুব কংগ্রেস ইনচার্জ এস আর লেনকা ।এদিন কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গনে এক বিক্ষোভ সভায় মিলিত হয় । সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বাপটু চক্রবর্তী ,প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া , লক্ষ্মী নাগ ও প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুখময় সাহা প্রমুখ । উল্লেখ্য নব নির্বাচিত প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাসের নেতৃত্বে এদিনের বিক্ষোভ মিছিল ও সভায়
কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
রাজ্য
দেশে গড়ে ৩৬জন বেকার প্রত্যেকদিন আত্মহত্যা করছে তথ্য দিল লেনকা ।
- by prasenjit
- 2020-01-24
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this