May 7, 2024
agartala,tripura
নির্বাচন রাজনৈতিক রাজ্য

ভোট শান্তিপূর্ণ স্বাভাবিক হয়নি, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় মন্ত্রী শুক্লাকে গ্রেপ্তার করা উচিত : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধমক-চমকানিতে ভয় না পেয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জবাব দিয়েছেন। শুক্রবার দ্বিতীয় পর্বের ভোটের পর ইন্ডিয়া জোটের এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেজন্য সাধারণ ভোটারদের ধন্যবাদ জানান।

তিনি একই সাথে জোলাইবাড়ী কেন্দ্রে বুথে বুথে গিয়ে মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া যেভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করে তাঁকে গ্রেফতার করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন রৌদ্রতাপ, শাসক ষড়যন্ত্র উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছেন তা সত্বেও ভোট শান্তিপূর্ণ স্বাভাবিক হয়েছে বলা যায় না। পোলিং এজেন্টদের আক্রমণ ,একজন ভোটার ছুড়িকাহত হবার ঘটনার নিন্দা করেন। তিনি বলেন রাইমাভ্যালি ও অম্পিতে একটি করে বুথে ভোট বয়কটের ঘটনা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মানুষ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service