May 8, 2024
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

টিবি রোগ নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : রাজ্যপাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি। এই ভাবনায় এবছর বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও। ১৮৮২ সালে যখন ডাঃ রবার্ট কচ তার মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন, সেই দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয়।

এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন উদযাপন করা হয় দিনটি। প্রতিবছরের মতো এবারো ২৪ মার্চ সরকারি ভাবে হয় অনুষ্ঠান। রবিবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির তরফে হয় যক্ষ্মা দিবসের অনুষ্ঠান। এদিন সকালে রাজভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সচিব ইউ কে চাকমা, জাতীয় স্বাস্থ্য মিশনের সহকারী মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যরা।যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক, বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়ে থাকে।

এদিন আলোচনা করতে গিয়ে রাজ্যপাল বলেন,টিবি রোগ নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service