May 19, 2024
agartala,tripura
রাজ্য

অল ত্রিপুরা অ্যাস্ট্রোলোজারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মেলন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০০৮ সালে পথচলা শুরু করে জ্যোতিষীদের নিয়ে গঠিত সংগঠন অল ত্রিপুরা অ্যাস্ট্রোলোজারস অ্যাসোসিয়েশন। এতে রাজ্যের বিভিন্ন জায়গার জ্যোতিষীরা যুক্ত রয়েছেন। এই সংগঠনের সম্মেলন হয় প্রতিবছর। সোমবার এবছরের সম্মেলন হয় আগরতলা প্রেস ক্লাবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের প্রতিনিধি হিসেবে জ্যোতিষীরা আসেন।

উপস্থিত ছিলেন আগরতলা জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ, সংগঠনের সম্পাদক সহ অন্যরা। সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংগঠনের সম্পাদক এদিন বলেন, জ্যোতিষরা যাতে মানব সেবার কাজে নিজেদের নিয়োজিত করতে পারেন সেসব কাজে প্রেরণা দেওয়া হয়। বার্তা দেওয়া হয় ধোঁকাবাজির বিরুদ্ধে। এদিন সংগঠনের অষ্টম স্মরণিকার প্রকাশ করা হয়।

তিন বছর পরে পরে স্মরণিকার উন্মোচন করা হয় সম্মেলনে। এর আবরণ উন্মোচন করেন জগন্নাথ বাড়ির ভক্তি কমল মহারাজ। তিনি জানান সংগঠন বছরের বিভিন্ন সময়ে সামাজিক কাজকর্ম করে থাকে। রক্তদান শিবির, ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে ফল বিতরণ, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করা হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service