May 19, 2024
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

মানুষ দালাল চক্রের ফক্করে পড়ে বহির রাজ্যের চিকিৎসার দিকে ঝুঁকছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থ্য পরিষেবার মানোনোন্নয়নে বদ্ধপরিকর সরকার এ বছরের বাজেটে ১ হাজার৭৫৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে। প্রতিটি হাসপাতালকেই উন্নততর চিকিৎসা কেন্দ্রে রূপান্তর চলছে। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। চিকিৎসা পরিষেবার উন্নয়নে চলতি অর্থবর্ষে ঢালাও অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপ-স্বাস্থ্য কেন্দ্র সহ সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে এবারের বাজেটে এক হাজার ৭৫৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে। মঙ্গলবার রাজধানীর আইজিএম হাসপাতালে আগরতলা গভর্মেন্ট নার্সিং কলেজের সূচনা করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই আগরতলা গভারমেন্ট নার্সিং কলেজে বিএসসি নার্সিং কোর্স চালু করা হবে। নার্সিং কলেজের শুভ সূচনা করে মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি। শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষক-শিক্ষিকারা সবসময়ই ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের ক্ষেত্রে আন্তরিক থাকেন। তারপরেও আমি বলব বর্তমান শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রতিযোগিতামূলক। তাই প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে আধুনিক শিক্ষায় ছেলেমেয়েদের আরও বেশি করে কিভাবে স্মার্ট করে তোলা যায়। মুখ্যমন্ত্রী এদিন অত্যন্ত আক্ষেপ প্রকাশ করে বলেন,রাজ্যের কিছু সংখ্যক মানুষ , স্থানীয় চিকিৎসকদের সাথে বোঝাপড়া না করেই, পার্শ্ববর্তী রাজ্যের শিলচর, চেন্নাই, ব্যাঙ্গালোরে ছুটে যাচ্ছে। অথচ এই সমস্ত চিকিৎসা অনায়াসেই এই রাজ্যে বর্তমানে হচ্ছে। নয়টি সুপার স্পেশালিটি ব্লকে রোগীদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে বর্তমান সরকার। তারপরও মানুষ দালাল চক্রের ফক্করে পড়ে বহির রাজ্যের দিকে ঝুঁকছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য স্বাস্থ্য দপ্তরকে প্রয়াস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি নার্সিং হোম গুলির দিকে মানুষের ঝুঁকি নিয়েও , উসমা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বলেন সরকারি হাসপাতাল গুলিতে যে ধরনের পরিকাঠামো রয়েছে তার একাংশ পরিকাঠামোও নিয়েই বেসরকারি নার্সিংহোম গুলিতে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নার্সিংহোমগুলিতে অর্ধেক চিকিৎসা করে ফের হাসপাতাল মুখি হচ্ছে। প্রসঙ্গত আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা এবং পরিকাঠামো দিয়ে সুসজ্জিত।  কলেজে পর্যাপ্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট সহ চারটি লেকচার হল এবং স্মার্ট ক্লাসের সুবিধা ছাড়াও উন্নত প্রযুক্তিগত ল্যাবরেটরি রয়েছে। যেখানে ছাত্র-ছাত্রীরা চিকিৎসা ক্ষেত্রে যাওয়ার আগেই উন্নত প্রযুক্তিগত অনুশীলন করতে পারবে।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service