2024-11-14
agartala,tripura
রাজ্য

পৌরনিগম এলাকার ড্রেইন থেকে নির্গত আবর্জনা দেখে হতবাক রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরে যত্রতত্র ড্রেনে আবর্জনা ফেলা হয়। ফেলা হয় প্লাস্টিক, বোতল সহ অপচনশীল বর্জ্য। এর ফলে বর্ষাকালে অল্পবৃষ্টিতে জমে ড্রেন ভরে গিয়ে বিভিন্ন জায়গায় জম,এ যায় জল। রাস্তাঘাটে জল জমে যাওয়ায় ভোগান্তির শিকার হন রাজধানীবাসীই।

শহর আগরতলা জুড়ে পুর নিগমের সাফাই কর্মীরা বিভিন্ন ড্রেন থেকে নির্গত আবর্জনার স্তুপ দেখে এক প্রকার হতবাক ও ব্যথিত হন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তাই শহরকে সুন্দর রাখতে বোতল, প্লাস্টিক এসব ড্রেনে ফেলআ থেকে বিরত থাকতে ও সঠিকভাবে সুনির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে শহরবাসীসহ সকলের প্রতি অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজের প্রতি এই কু-অভ্যাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আহ্বানও রাখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service