2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মিমির তাল্লুকে পার্থের ম্যাজিক শাসক ও সিপিআইএম ছেড়ে কংগ্রেসে ১৯১ ভোটার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নির্বাচনের মুখে বাধার ঘাটে দলত্যাগের হিড়িক।পাল্লা ভারি কংগ্রেসের। কংগ্রেস নেতা পার্থ রঞ্জন সরকারের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করল ১৯১ জন ভোটার। ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাকমুহুর্তে ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্র কংগ্রেসের পালে হাওয়া তুলে চলেছে এই কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী পার্থ রঞ্জন সরকার। বর্তমান বিধায়িকার যেখানে একেবারেই জনসংযোগ নেই, সেখানে কংগ্রেস নেতাপার্থ রঞ্জন সরকার প্রায় প্রতিদিন জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এলাকার দুঃস্থ মানুষদের সহায়তা প্রতিদিন করে চলছে। দরিদ্র মানুষের কন্যাদান , চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহায়তা , দুঃস্থ ছাত্র ছাত্রীদের সহায়তা , গরিব মানুষের শেষ যাত্রায় সৎকারে সহায়তা এমনকি অনেক গরীব মানুষকে শ্রাদ্ধ বাসরেও প্রতিনিয়ত সহায়তা করে চলছে। কংগ্রেস নেতার জনদরদে সাধারণ মানুষ ও ব্যাপক সাড়া দিচ্ছে।শনিবার এলাকার ৪১পরিবারের ১৯১ জন ভোটার ব্লক কংগ্রেস আয়োজিত যোগদান সভায় জাতীয় কংগ্রেসের পতাকাতলে শামিল হয়েছে। সিপিআইএম , বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে আসা ভোটারদের কংগ্রেসের পতাকা হাতে দিয়ে বরণ করে নিয়েছেন কংগ্রেস নেতা পার্থ রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি সহ অন্যান্য যুব নেতৃবৃন্দ। এদিন ব্লক কংগ্রেস সভাপতি অভিযোগ করে বলেন, ২০১৮ সালে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার একটি প্রতিশ্রুতিও পালন করেনি। তাই সাধারন মানুষ নিজেদের ভুল বুঝে আবার কংগ্রেস দলে যোগ দিচ্ছে। এদিকে আরও অভিযোগ , বর্তমানে রাজ্যে একটি নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। বিরোধী দলগুলোকে কোনো কর্মসূচি করতে দিচ্ছে না। এক নাগারে বৃদ্ধি পেয়ে চলেছে দ্রব্যমূল্য। এদিন ব্লক কংগ্রেস সভাপতি এলাকার বর্তমান বিধায়িকার জনসংযোগ নিয়েও প্রশ্ন তুলেছে
। বলেন , জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিধায়িকা নিজেই। কোন মানুষ প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে পারছে না। আগামী বিধানসভা নির্বাচনে তার হার নিশ্চিত। ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল এই কেন্দ্র থেকে নিশ্চিত ভাবেই জয়ী হবে বলে দৃঢ় আশাবাদী কংগ্রেস কর্মী সমর্থকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service