2024-12-19
agartala,tripura
রাজ্য

যারা ত্রিপুরাকে বর্বাদ করেছে তাদের ভেতরে ঢোকানোর লোক আমি : বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- মঙ্গলবার মোহনপুরে কিষান সম্মান নিধির সুবিধাভোগী ও প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) এর সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত হয় এক সম্মেলন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন মা আমাদের জন্ম দিয়েছেন আর মোদীজি করোনার সময় লকডাউনে রেখে, খাদ্য ও ভ্যাক্সিন সরবরাহ করে জীবন দিয়েছেন। যদি তিনি এমন না করতেন তাহলে আজ এখানে বৃষ্টি ভিজে সভা করার ক্ষমতা কেউর হতো না এবং শিক্ষা দপ্তরের প্রকল্পগুলির কথা যদি বলতে যাই তাহলে দুই ঘন্টা লাগবে। এই ঝড় বৃষ্টির মধ্যেও আপনারা এখানে দাঁড়িয়ে আছেন এরজন্য আমি আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর মনে রাখবেন, যারা ত্রিপুরাকে বর্বাদ করেছে তাদের ভেতরে ঢোকানোর লোক আমি। তাছাড়া এদিন তিনি আরো বলেন ত্রিপুরার মানুষকে আর বোকা বানানো যাবেনা অনেক হয়েছে। আমি ত্রিপুরার মানুষের মাথা নত হতে দেবো না কোনোদিন। আজ কেরোসিনের দাম বৃদ্ধি হোয়ায় মানুষ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারে আগে এই সুযোগ ছিল না। আগে জনপ্রতিনিধির বিরুদ্ধে হুলিয়া জারি করতো সিপিআইএম। এই ধরনের সরকার ছিল আগে বলে। বলা বাহুল্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির প্রতি ত্রিপুরার জনতার অটুট বিশ্বাস আছে বলেই আজকের এই অনুষ্ঠানে প্রচন্ড বৃষ্টি থাকা সত্বেও জনগণ শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। যেভাবে জনগণ মোদীজির উপর বিশ্বাস দেখাচ্ছেন তাতে স্পষ্ট যে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে কেউ নেই। বিজেপি এখানে অজেয় হয়ে উঠছে। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service