2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে এসে মায়ের পূজো দিলেন নবনিযুক্ত রাজ্য প্রভারী বিনোদ সোনকর

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- শনিবার মাতাবাড়িতে পূজো দিলেন বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী বিনোদ সোনকর। এদিন বিজেপি কর্মীরা সুবিশাল বাইক রেলীর মাধ্যমে উনাকে স্বাগত জানিয়ে মাতাবাড়িতে নিয়ে আসেন। সাথে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা। এদিন মাতাবাড়িতে আসলে উনাকে পুস্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এদিন মাতাবাড়িতে এসে মায়ের মন্দিরে গিয়ে মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে পূজো দিয়ে শিব মন্দির দর্শন করে কল্যাণ সাগরে যান বিজেপি রাজ্য প্রভারী। এরপর মাতাবাড়ি থেকে আগরতলা রওয়ানা হওয়ার আগে রাজ্য প্রভারী সাংবাদিক দের মুখোমুখি হয়ে জানান তিনি এই রাজ্যের উন্নয়নের জন্য সমস্ত রকমের চেষ্টা চালিয়ে যাবেন এবং এক ভালো সংঘঠন তৈরী করবেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service