রাজ্যের ছাএ নেতা সম্রাট রায়ের সহযোগিতায় আগরতলা শহরে প্রায় ১০০জন সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ শেষে ছাএ নেতা সম্রাট রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,করোনা মোকাবেলায় ছাএ সংগঠন এন এস ইউ আই দেশ জুড়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে জনসাধারণের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে, তেমনী রাজ্যেও প্রদেশ এন এস ইউ আই রাজ্যের দিকে দিকে ছাএ ছাএী থেকে শুরু করে নিরীহ অসহায় অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যথাসম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে জানান।
janatar kalam Blog রাজ্য এই বিপন্ন পরিস্থিতিতে গরিবদের সাহাৰ্য্যার্থে পিছিয়ে নেই এন এস ইউ আয়ের ছোট্ট নেতা সম্রাট রায়
Leave feedback about this