রবিবার ত্রিপুরা শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের উদ্যোগে ত্রিপুরা পশ্চিম জেলা সাংসদ প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে ৮ বড়দোয়ালি কেন্দ্রের ২০ নং ওয়ার্ডের বিজেপি কার্যকর্তাদের সহযোগিতায় রাজধানীর লাল বাহাদুর চৌমুহানিষ্ঠিত আর্ট অফ লিভিং সেন্টারে পশ্চিম জেলা সাংসদ প্রতিমা ভৌমিকের হাত দিয়ে শিশুদের মধ্যে জল খাবার ও মাস্ক বিতরণ করা হয় , এদিনের কর্মসূচিতে সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক ত্রিপুরা শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন . এদিনের কার্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষসহ বিজেপির কার্যকর্তারা .
রাজ্য
শিশুদের মধ্যে পুষ্টিকর জল খাবার বিতরণে সাংসাদ প্রতিমা ভৌমিক
- by janatar kalam
- 2020-05-17
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this