April 28, 2024
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

বিজেপিকে ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়েই কুমারী-মধুতি-রূপশ্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে : জিতেন্দ্র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন নির্বাচনী লড়াইয়ে সামন্ত প্রভুদের বংশদেরদের এবং তার সহযোগী সাম্প্রদায়িক কর্পোরেট লেহনকারী বিজেপিকে ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়েই কুমারী-মধুতি-রূপশ্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

তিনি বীরাঙ্গনার শহীদান দিবসে একথা বললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিতুন প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ৭৫ বছর আগে ১৯৪৯ সালে বর্তমান খোয়াইয়ের পদ্মবিলে শহীদ হয়েছিলেন কুমারী মধুতি রুপশ্রী।

তারাই রাজ্যের প্রথম মহিলা শহীদ। প্রতিবছর সিপিএম এর তরফে তিন শহিদকে শ্রদ্ধা-শপথে স্মরণ করা হয়।এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।বৃহস্পতিবার সকালে তিন বীরাঙ্গনাকে শ্রদ্ধা জানানো হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। সিপিএম রাজ্য দপ্তরেও স্মরণ করা হয় তিন শহীদকে।

সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, ছাত্র নেতা সুলেমান আলি সহ সিপিএম রাজ্য দপ্তরের কর্মীরা।এদিন আলোচনা করতে গিয়ে নাম না করে সিপিএম রাজ্য সম্পাদক তিপ্রা মথার প্রধানের সমালোচনা করেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service