May 20, 2024
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

রাজ্যে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে HIV AIDS, গভীর উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়ে চলেছে এইচআইভি এইডস রোগীর সংখ্যা। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বলেন এইচআইভি রোগীর সংখ্যা কমিয়ে আনতে হবে। এবছর ৫ হাজার ৯২৮ জন মহিলা যৌনকর্মী সনাক্ত করা হয়েছে। তারমধ্যে 872 জন সমকামী , ৭৮৪১ জন পরিযায়ী শ্রমিক , ৪৩৭৬ জন ট্রাক চালক , ১১৪ জন ট্রান্স জেন্ডার এবং ৮৬৩০ জন বিভিন্ন প্রতিষেধক ওষুধ ব্যবহার করেন। HIV এইডস নিয়ে রবীন্দ্রভবনে আয়োজিত এক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।মুখ্যমন্ত্রী বলেন পরেরবার কাউন্সিলে আমাদের দেখতে হবে কতজন রোগীর সংখ্যা কমে এসেছে। এখানে যে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে এবং যেভাবে কাউন্সিলিং হচ্ছে ধারণা করা হচ্ছে আস্তে আস্তে কিছুটা হলেও নির্মূল করা যাবে বা লোকজনদের রক্ষা করা যাবে।

আর যারা একেবারেই আক্রান্ত হয়ে গিয়েছে তাদেরকে হয়তোবা আরো কিছুদিন বাঁচিয়ে রাখা যেতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এইডস রোগ সম্পর্কে বিশেষ সচেতনতা তৈরি করা হয়েছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service