May 20, 2024
agartala,tripura
রাজ্য

ভাষা শহীদদের স্মরণে নানা অনুষ্ঠান পালিত হলো ত্রিপুরায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সমস্ত জাতি গোষ্ঠীর মানুষ। সকালে প্রভাত ফেরি দিয়ে দিনটি উদযাপন শুরু হয়েছে। তারপর থেকে দিনভর চলবে নানা অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভারত বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিনটিকে স্মরণে রাখার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার।

তেমনি বাংলাদেশের তরফেও আগরতলাস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনার অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ভাষা শহীদদের প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বাংলাদেশ হাইকমিশনার অফিসের সহকারী হাই কমিশনার সহ অন্যান্য অনেকে। দিনটিকে যথাযথ মর্যাদা পালন করেছে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।

ভাষা দিবস উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে আলোচনা চক্র। প্রসঙ্গত ১৯৫২ সালে এই দিনে বহু মানুষ ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল। আজকের দিনে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তাদেরকে স্মরণ করা হচ্ছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service