May 19, 2024
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

রক্তদানের মাধ্যমে ভাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, একাত্মতাবোধ প্রতিষ্ঠিত করতে হবে : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৫তম জাতীয় সড়ক সুরক্ষা মাস পালিত হয়েছে ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি‌। এ উপলক্ষে মঙ্গলবার আস্তাবল ময়দানে আয়োজিত হলো রক্তদান শিবির। শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

উদ্বোধকের ভাষণে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মানবধর্ম পালন করে যেতে হবে। যে কোনো দান-ই মহৎ। জনগণকে সেবা করার মানসিকতা থেকে যেন আমরা কখনোই বিচ্যুত না। তিনি বলেন, বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছেন রক্তের বিকল্প তৈরি করতে। কিন্তু এখন পর্যন্ত তারা সফল হয়নি। রক্তদানের মাধ্যমে ভাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, একাত্মতাবোধ প্রতিষ্ঠিত করতে হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service