May 20, 2024
agartala,tripura
রাজ্য

বেআইনি পার্কিংজোনে অভিযান চালাবে ট্রাফিক : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক । বৈঠকে শহরকে কি করে যানজটমুক্ত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । এদিনের বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার । মেয়র দীপক মজুমদার এ দিন বলেন, শহরকে যানজট মুক্ত করতে গেলে কি কি প্রয়োজন রয়েছে তার সবকটি ব্যবস্থা গ্রহণ করবে আগরতলা পুর নিগম । বিশেষ করে শহরে বেআইনি পার্কিং , পুর নিগমের জায়গা দখল করে এখানে সেখানে যানজট সৃষ্টি করা । এর সব কিছু বিষয় নিয়ে পুর নিগম ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে । শহরকে যানজট মুক্ত করতে নিগমের যে সমস্ত উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন তার সবটুকুই ব্যবস্থা গ্রহণ করবে নিগম । প্রসঙ্গত আগরতলা পুর নিগম এলাকা বিশেষ করে শকুন্তলা রোড , আরএমএস চৌমুহনী , প্যারাডাইস চৌমহনি শকুন্তলা রোড এক্সটেনশন সবকয়টি রাস্তার দিকেই নিগমের নজর রয়েছে । খুব শীঘ্রই নিগম কর্তৃপক্ষ শহরের সবকটি রাস্তা যানজট মুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করবে । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, এসপি মানিক লাল দাস , ও ট্রাফিক ইউনিটের আধিকারিকগণ ।

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service