May 20, 2024
agartala,tripura
রাজনৈতিক রাজ্য শিক্ষা

রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে বেসরকারীকরণের পথে এগুচ্ছে : সন্দীপন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। শিক্ষা ক্ষেত্রে রাজ্যে তৈরি করা হচ্ছে বৈষম্য। যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা হয়েছিল তাকে এখন ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে। এরকমই অভিযোগ এনে রাজ্যের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ছাত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে আরো একবার রাস্তায় নামল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। সরকারি শিক্ষা বাঁচাও এই স্লোগান তুলে সংগঠনের রাজ্য কমিটির ডাকে মঙ্গলবার বিকেলে আগরতলায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল। মেলার মাঠ ছাত্র যুব ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন ছাত্রনেতা শ্রীদেব বলেন, গোটা রাজ্যে এখন শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দেশের সরকার যে নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে চাইছে, রাজ্য সরকারও একই নীতির অনুসারী। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি পুজির মালিকানাধীনের হাতে তুলে দিয়ে ধ্বংস করার চেষ্টা চলছে। পিপিপি মডেলে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। আর এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিতে গিয়ে মোটা অংকের টাকা দিতে হচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে বেসরকারীকরণের পথে এগুচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রনেতা শ্রীদেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service