May 20, 2024
agartala,tripura
রাজ্য

১৫ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সবুজায়নে বনমালীপুর এর উদ্যোগে ও আগরতলা পুর নিগমের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন মেয়র দীপক মজুমদার ।আগরতলা পুর নিগম থেকে আর্থিক সহায়তা প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূর্ণাবয়ব মূর্তি।আগরতলা পুর নিগম থেকে বিভিন্ন জায়গায় বিশ্ব বিখ্যাত কবি সাহিত্যিক মনীষীদের মূর্তি বসানো হচ্ছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান,আগরতলা শহরকে সার্বিকভাবে সুন্দর করার জন্য এবং নিগমবাসীর সব ধরনের সমস্যার কথা চিন্তা ভাবনা করে শহরকে সাজিয়ে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে। এলাকাবাসী দাবি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করার। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করার মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্ম যাতে কবিগুরু সম্পর্কে অবগত হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় বেশ কয়েকবার এসেছিলেন। রাজ্যে এসে তিনি উপন্যাস এবং গান রচনা করেছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন, শহর এলাকায় কোথায় কিভাবে কাজ করলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং মানুষের সুবিধা হবে সে বিষয়ে যদি পুর নিগমকে এলাকাবাসী অবগত করে তাহলে ভালো হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য,আগরতলা পুর নিগমের কর্পোরেটর অলক ভট্টাচার্য, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা,সাংবাদিক সুবল কুমার দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service