May 20, 2024
agartala,tripura
রাজ্য শিক্ষা

আগামী প্রজন্মকে বাঁচাতে বৃক্ষরূপন ছাড়া আর কোন বিকল্প নেই : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বনেদী স্কুল বলে পরিচিত রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিটের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো বনমহোৎসব। সবুজ আবার আসুক ফিরে, এই স্লোগানকে নিয়ে আয়োজিত এদিনের এই বনমহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজ সেবী রাজিব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত, সমাজসেবী সঞ্জয় সাহা সহ আরো বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথিরা বিদ্যানিকেতন চত্বরে ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এই বনমোৎসব প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেয়র দীপক মজুমদার এদিন বলেন যেভাবে পরিবেশের ভারসাম্য ক্রমশ নষ্ট হতে চলেছে তাতে করে আগামী প্রজন্ম অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। তাই আগামী প্রজন্মকে বাঁচাতে বৃক্ষরূপন ছাড়া আর কোন বিকল্প নেই।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service