May 20, 2024
agartala,tripura
রাজ্য শিক্ষা

অঙ্গনওয়াড়িতে পড়াশোনার গুরুত্ব দিতে হবে : টিংকু রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মিশন মুকুল প্রকল্পে এক একটি সরকারি বিদ্যালয়ের অধীন থাকবে তিনটি করে অঙ্গনওয়াড়ি সেন্টার। মানোন্নয়ন হবে পড়াশোনার। যাতে করে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পড়ানোর আগ্রহ বাড়ে অভিভাবকদের। বললেন মন্ত্রী টিঙ্কু রায়।অঙ্গনারী সেন্টারের দিদিমনিরা নিজেদের বাচ্চাদের প্রাইভেট নার্সারিতে দিয়ে পড়াতে যায় অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই মানসিকতা থেকে ফিরে আসতে হবে দিদিমণিদের। পড়াশোনার মান উন্নয়নের গুরুত্ব আরোপ করতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টার গুলিতে। যাতে করে অভিভাবকদের ভিতরে এই আত্মবিশ্বাস জাগে যে, অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়াশোনা করিয়েও ছেলেমেয়েদেরকে সেন্ট্রাল স্কুলে কিংবা নবোদয় অথবা ভালো ভালো নামি বিদ্যালয় গুলিতে ভর্তি করাতে পারা যাবে। তার জন্য দপ্তরও যথেষ্ট সক্রিয় রয়েছে। চালু করা হয়েছে মিশন মুকুল প্রকল্প। এই প্রকল্পের অধীন এখন থেকে একটি সরকারি বিদ্যালয়ের অধীন তিনটি করে অঙ্গনওয়াড়ি সেন্টার থাকবে। সরকারি স্কুলের শিক্ষকরা অঙ্গনওয়াড়ি সেন্টার গুলির তদারকি করবেন। সুতরাং এখন থেকেই অঙ্গনওয়াড়ি স্কুলের দিদিমণি ও হেলপারদের মানসিকভাবে তৈরি হতে হবে।রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দফতরের মন্ত্রী টিংকু রায় আরও বলেন, দীর্ঘদিন যাবৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেলপারদের কোন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। শীঘ্রই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হবে,, যাতে করে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে উন্নত মানের পড়াশোনা করতে পারে ছেলে মেয়েরা। এদিন মন্ত্রী অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের উদ্দেশ্যে বলেন, মোট ছয়টি কর্মসূচি রূপায়ণের দায়িত্ব রয়েছে একেকজন ওয়ার্কারের উপর। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সামাজিক ভাতা গুলি নিয়ে। ৮০- ৯০ বছর বয়সী অনেক লোকেরাও তার বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। দিব্যাঙ্গ ও অন্ধ জনেরা অনেকেই ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। সে বিষয়গুলোর উপর নজর দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের। সরকারি বিভিন্ন ভাতার সুবিধা যাতে ১০০ শতাংশ মানুষের কাছে গিয়ে পৌঁছে, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে প্রত্যেককে। প্রসঙ্গত এ দিন দপ্তরের মন্ত্রী টিংকু রায়, একটি সার্ভের মাধ্যমে অঙ্গনারী সেন্টারগুলি সরকারি জায়গায় রয়েছে নাকি বেসরকারি কোন জায়গায় রয়েছে, তার মধ্যে সমস্ত রকম সুযোগ-সুবিধা রয়েছে কিনা, ছাত্র-ছাত্রী সংখ্যা কত? এ সমস্ত ডাটা তৈরির উপর দপ্তর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service