2025-03-04
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

১৭ পরিবারের ৫৮ ভোটার মথা ত্যাগ করে শাসক দলের যোগদান

 জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাহাড়ে শূন্যের পথে ত্রিপা মথা দল।আগামী ৮ই মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ভারতীয় জনতা পার্টির বিশাল জনসভার আয়োজন। ঐদিনের জনসভা সফল করার লক্ষ্যে রাজ্যের ৬০টি মন্ডলে চলছে বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি। আর সেই কর্মসূচির অঙ্গ হিসেবে টাকারজলা বিজেপি মন্ডলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে আমতলী পাড়া এলাকায় উঠান সভার আয়োজন করা হয়।

এদিনের সভা শেষে ভারতীয় জনতা পার্টি দলের কাজকর্মে অনুপ্রাণিত হয়ে শরিক দল তিপা মথা দলত্যাগ করে শাসক দল ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করার আগ্রহ প্রকাশ করেন ১৭ পরিবারের ৫৮ ভোটার। ভারতীয় জনতা পার্টি দলের দলীয় পতাকা দিয়ে এদিনের সভায় উপস্থিত মন্ডল সভাপতি নির্মল দেববর্মা দলত‌্যাগীর বিজেপি দলে দলে বরণ করে নেন‌।

পাহাড়ে জনজাতিদের জীবনযাত্রার মান একেবারেই ধ্বংস করে দিচ্ছে ত্রিপা মথা দল। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা জনজাতিদের বোকা বানিয়ে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের কথা বলে তাদেরকে ব্যবহার করছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল মন্ত্র সাবকা সাথ সবকা বিকাশ। সে মন্ত্রটিকে পাহাড়ে ভুল বুঝিয়ে জনজাতিদের ভুল পথে হাটিয়ে নিচ্ছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এমনটি অভিযোগ করলেন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service