2024-12-31
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

অনশন ছেড়ে কেন্দ্রের ফোনে দিল্লি গেলেন প্রদ্যুত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জীবন সংগ্রামের বিশেষ দিনে মঙ্গলচন্ডী পুজো সেরে লড়াইয়ের ময়দানে নামলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন । ঘর ছাড়ার আগে মুঠোফোনে মার আশীর্বাদ ও সম্মতি চাইলেন মাতৃভক্ত বুবাগ্রা। এ এক কঠিন লড়াই ,বাঁচার এই লড়াইয়ে জিততেই হবে। পুজোর সময় বেজে উঠে ঘন্টা ধনী, বাড়ির সকলে উলু ধ্বনি দিলেন। মনে মনে নয় ,এদিন স্পষ্ট ভাষায় বৈদিক মন্ত্র উচ্চারণ করে মঙ্গলচন্ডীর পুজো দিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তারপর চলেযান আমরণ অনশন মঞ্চের উদ্দেশ্যে।

পরবর্তীতে, আমরণ অনশন মঞ্চে মহারাজা প্রদ্যুতের ভাষণ চলাকালীন হঠাৎ দিল্লী থেকে ফোন। অনশন ছেড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, দিল্লী থেকে ডাক এসেছে। তার দাবি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তাঁকে আমরণ অনশন প্রত্যাহার করে দিল্লী গিয়ে আলোচনায় মিলিত হবার জন্য আবেদন জানিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, আজকে সেলিব্রেশন করব নতুবা হাঙ্গার স্ট্রাইকে বসেই থাকবো। এখন প্রত্যেকেই তাকিয়ে রয়েছে দিল্লি অভিমুখে। এদিকে গতকাল বিকেলেই ডাক পেয়ে দিল্লি চলে গেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ এক ঝাঁক নেতৃত্ব।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service