জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে একদিনে দেশের ১০লক্ষ বুুথের সঙ্গে এক যোগে রাজ্যের ৩৩২৮ টি বুুথে মেরা বুুথ সবচেয়ে মজবুত কর্মসূচির রূপায়িত হয়। প্রত্যেকেই চাইছে ফের প্রধানমন্ত্রী হোক মোদী। রাষ্ট্রীয় কার্যক্রম অনুসারে রাজ্যের ৩৩২৮টি বুুথে একযুগে সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোপালে অনুষ্ঠিত জনসমাবেশের বক্তব্য। ত্রিপুরা প্রদেশ বিজেপি সারা দেশের সঙ্গে রাজ্য সফল রূপায়ণের লক্ষ্যে সব কয়টি বুুথে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিল সফলভাবে কর্মসূচির রূপায়ণের জন্য।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এই কর্মসূচির সফল রূপায়ণ করেছে রাজধানীর মর্ডান ক্লাবে। সেখানে এলাকার সমস্ত কার্যকর্তা দলীয় কর্মী সমর্থকদের সাথে বসে প্রধানমন্ত্রীর মূল্যবান বক্তব্য শোনেন। বলেন মোদীজি চাইছে সমস্ত বুুথের কার্য কর্তারা একযোগে কর্মসূচীর সফল রূপায়ন করুক। সেই কর্মসূচির রূপায়ণে দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় কোন অংশেই ত্রিপুরা কম করেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও সকাল থেকে কর্মসূচি রূপায়ণের লক্ষ্যে দলীয় কার্যকর্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক। প্রদেশ সভাপতি এদিন রাজ্যের সমস্ত জেলা মহকুমার বুুথ কার্যকর্তাদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন ২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য।এদিন সাব্রুম থেকে ধর্মনগর সর্বত্রই কর্মসূচি রূপায়ণ হওয়ার খবর পাওয়া যায়।
রাজ্য
৩৩২৮ টি বুথে একযোগে কর্মসূচি রূপায়ণ করল বিজেপি
- by janatar kalam
- 2023-06-27
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this