জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- .পাওনা টাকা চাইতে গিয়ে দূস্কৃতিকারিদের হাতে আক্রান্ত ২ যুবক। ঘটনা বিশালগড় করইমুড়া বাজারে। বিবরনে প্রকাশ , রবিবার রাত ১১ টা নাগাদ কড়ইমুড়া বাজারে , অভিজিৎ দেব্বরর্মা ও সুজন শীল নামের দুই যুবক তাদের পাওনা টাকা চাইতে যায় আর তাতেই বাঁধে বিপত্তি । অঙ্কুর দেবনাথ এবং দেবাষিস দেবনাথ নামের দুই যুবকের কাছে ৫০ হাজার টাকা পাওনা বলে জানান আক্রান্ত যুবক। আর সেই টাকা চাওয়ায় ঐ দুই দুষ্কৃতিকারীর বেধরক মারের শিকার হয় তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে রাতেই আক্রান্ত ২ যুবক বিশালগড় থানায় মামলা দায়ের করেছে ।
অপরাধ
পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত ২ যুবক
- by janatar kalam
- 2023-05-15
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this