2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কংগ্রেস ও সিপিএম মানেই একটা আতঙ্ক : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার আগরতলা লালবাহাদুর চৌমুহনীতে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যাম হরি শর্মার বলিদান দিবসে তাকে স্মরণ করলেন নেতাকর্মীরা। আর এই শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রয়াত শ্যামহরি শর্মার সহধর্মিনী জয়শ্রী শর্মা সহ আরো অনেকে। প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, শ্যামহরি শর্মা ছিলেন একজন সজ্জন ব্যক্তি। উপনির্বাচনে তিনি জিততেও পারতেন। আর তা বুঝতে পেরেই তৎকালীন শাসকদলের লালিত পালিত দুর্বৃত্তরা তাকে খুন করে। কংগ্রেস ও সিপিএম মানেই একটা আতঙ্ক। এরা আধুলির এপিঠ ওপিট। সিপিএম নেতারা এমন ভাব দেখান যে তাদের মত সহজ সরল লোক এই পৃথিবীতে আর নেই। অথচ তারাই সন্ত্রাসীদের লালন-পালন করছে। আর এই সন্ত্রাসীদের হাতেই খুন হয়ে শ্যামহরি শর্মাদের মতো নেতৃত্বদের বলিদানই আজ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি কখনো সন্ত্রাসীদের বরদাস্ত করে না। রাজ্যে এখন সর্বত্রই শান্তি বিরাজ করছে। এরপরেও বিরোধীরা একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service