2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এই নির্বাচন রাজ্যের মানুষকে দিশা দেখাবে- আশীস সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে নেই গনতন্ত্র, নেই আইনের শাসন বিরোধীদের দীর্ঘদিনের এটাই আওয়াজ। এবার এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রপ্রিয় মানুষ এগিয়ে আসছেন। 23 জুন তার প্রতিফলন ঘটবে। প্রচারে বেরিয়ে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। বলা চলে কংগ্রেস প্রার্থী আশীস সাহা টাউন বড়দোয়ালি থেকে তিনবার ভোটে জয়লাভ করেন। শেষবার তিনি 2018 সালে বিজেপি থেকে লড়াই করে বিধায়ক হয়েছিলেন। পরে পদত্যাগ করায় এই শুন্য আসনে হতে চলেছে উপনির্বাচন। আবারো প্রার্থী হয়েছেন আশিষ সাহা। এই কেন্দ্রের পুরো এলাকা সম্পর্কে ওয়াকিবহাল কংগ্রেস প্রার্থী। উপনির্বাচনে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর দিয়েছেন কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। অন্য প্রার্থীদের মত বাড়ি বাড়ি প্রচার বের হচ্ছেন। তিনি সকাল থেকেই নেমে পড়ছেন প্রচারে। পৌঁছে যাচ্ছেন গণদেবতাদের কাছে। চাইছেন উপনির্বাচনে জন্য ভোট ভিক্ষা। এদিন কংগ্রেস প্রার্থী আশীস সাহা বলেন এই নির্বাচন রাজ্যের মানুষকে একটা দিশা দেখাবে ।তার অভিযোগ প্রতিটা ক্ষেত্রে চার বছরে সরকারের ব্যর্থতা নজিরবিহীন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service