জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জনসাধারনের আশীর্বাদ মাথায় রেখে পূর্বোদয়া সামাজিক সংস্থা না না ধরনের সামাজিক কর্মসূচী পালন করে চলছে। গরীব ও দুস্থদের সাহার্যার্থে সবসময় এগিয়ে আসছে কোন কিছুর পরোয়া না করে। আজ পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব মহোদয়া শান্তি কালি আশ্রমে গিয়ে আশীর্বাদ গ্রহন করার পাশাপাশি সংস্থার পক্ষ থেকে অমরপুর, সরবং এলাকায় শান্তি কালি আশ্রমের কচিকাঁচা বাচ্চাদের মধ্যে স্কুল ব্যাগ, মাস্ক, শীতবস্ত্র কম্বল, আমতলিস্থিত রামকৃষ্ণ আশ্রম দ্বারা নির্মিত LED Bulb যা বিদ্যুতের অপচয় রোধ করতে সাহায্য কারী সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব মহোদয়া, অমরপুর বিধানসভার MLA শ্রী রনজিৎ দাস মহোদয়, শান্তিকালি আশ্রমের মহারাজ শ্রী চিওরজ্ঞন দেববর্মা মহোদয় সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
রাজ্য
সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আবারও দুস্থদের মাঝে পূর্বোদয়া সামাজিক সংস্থা
- by janatar kalam
- 2021-12-29
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this