2025-01-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে কি ভাবে শ্রম আইন লংঘিত হচ্ছে তার একটি নজির শুক্রবার সামনে এসেছে। শ্রম আইন লঙ্ঘনের ব্যাপারে সরকারের নেই কোনো নজরদারি। এবার এমনই এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুলিশে মামলা করলেন এক মহিলা কর্মী। ওই প্রতিষ্ঠানটির নাম এসআরএস এডভাইজরী প্রাইভেট লিমিটেড।

রাজধানীর অফিস লেন তাদের কার্যালয় থাকলেও নেই কোনো সাইন বোর্ড। এখানে ইন্দ্রনগরের সোমালি রায় নামে এক যুবতী ৫/৬ মাস ধরে কাজ করছেন। শুধু মাত্র মৌখিক কথার ভিত্তিতে। অফার লেটার কিংবা এপয়েন্টমেন্ট লেটার কোনো কিছুই দেওয়া হয়নি তাকে। এমনকি অফিসে এটেন্ডেন্স রেজিস্টার পর্যন্ত নেই।

ওই যুবতী অভিযোগ জানায় বিগত বার বার বলা সত্ত্বেও তাকে নিয়োগ পত্র দেওয়া হচ্ছেনা। এপয়েন্টমেন্ট লেটার ছাড়া কাজ করছেন তিনি। আজ দেব কাল দেব বলে ঘুরানো হচ্ছে। তার কাছে নেই কোম্পানির কোন পরিচয় পত্র। তাছাড়া বিভিন্ন ভাবে তাকে অফিসার কিছু লোক হেনস্তা করছেন বলে অভিযোগ।

তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মানসিকভাবে হয়রানি করার চেষ্টা করছে কিছু ওই কোম্পানির কিছু কর্মী। তাই সোমালি বাধ্য হয়ে সরকার ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানায় ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। প্রসঙ্গত, রাজ্যে এমন বহু প্রতিষ্ঠান আছে যেগুলি সরকার থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে।

অথচ কর্মীদের নিয়োগপত্র দিচ্ছে না। নেই কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে এই ভাবেই শ্রম আইন লঙ্ঘনের শিকার হচ্ছেন শিক্ষিত যুবক যুবতীরা। প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service