জনতার কলম ওয়েবডেস্ক:-রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ২০২৭ সালের মধ্যেই আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের প্রথম অংশ চালু হবে। শনিবার নবি মুম্বইয়ের ঘনসোলি ও শিলফাটা টানেলের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই আশ্বাস দেন।
মন্ত্রী জানান, প্রকল্পের থানে অংশের কাজ শেষ হবে ২০২৮ সালের মধ্যে। এরপর ২০২৯ সালের মধ্যে বান্দ্রা কুরলা কমপ্লেক্স পর্যন্ত অংশ চালু হবে।
এদিন শিলফাটা এলাকায় ৪.৯ কিলোমিটার দীর্ঘ টানেলের কাজ সম্পন্ন হয়েছে। এই টানেল সাভলি শ্যাফট থেকে শিলফাটা টানেল পোর্টাল পর্যন্ত বিস্তৃত এবং পরে এটি মহাসড়ক অংশের সঙ্গে যুক্ত হবে। বৈষ্ণব এই টানেল ভেদকে বুলেট ট্রেন প্রকল্পের একটি বড় মাইলফলক বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই NATM (New Austrian Tunnelling Method) টানেলটি ২১ কিলোমিটার দীর্ঘ জলের নিচের টানেলের অংশ, যার মধ্যে ৭ কিলোমিটার রয়েছে থান ক্রিকের নিচে।
মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই ৩২০ কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট নির্মাণ শেষ হয়েছে, সাবরমতী টানেলের কাজ প্রায় সম্পূর্ণ, পাশাপাশি রুটের সমস্ত স্টেশন ও সেতুর কাজ দ্রুত এগোচ্ছে।
তিনি আশাবাদী, প্রকল্প সম্পূর্ণ হলে আহমেদাবাদ থেকে মুম্বই যাত্রার সময় মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিটে নেমে আসবে। এতে দুই শহরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক কেন্দ্রগুলিকে এক সুত্রে বাঁধা যাবে।
বৈষ্ণব বলেন, এই প্রকল্পে বহু দেশীয় প্রযুক্তি, যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহার করা হচ্ছে, যেগুলির কিছু ইতিমধ্যেই বিদেশে রপ্তানি করা শুরু হয়েছে। শনিবার তিনি সদ্য সম্পন্ন টানেলও সরেজমিনে পরিদর্শন করেন।
–
Leave feedback about this