2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সমস্যা সমাধানে সকলে মিলে কাজ করছে, রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। সকলে যাতে সরকারকে সহযোগিতা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ডঃ বি আর আম্বেদকর স্কুলে ত্রাণ শিবির ঘুরে দেখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যরা।

মুখ্যমন্ত্রী এদিন ত্রাণ শিবিরে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে যা যা চাওয়া হয়েছে সবই পাঠিয়েছেন। অমরপুরের অবস্থা খুবই জটিল। সেখানে উদ্ধার কাজে গেছে হেলিকপ্টার। প্যাকেট খাবারও দেওয়া হয়েছে। আর বৃষ্টি নাহলে শুক্রবার আগামী কাল পরিস্থিতি আরও ভালো হবে আশা উনার। সমস্যা সমাধানে সকলে মিলে কাজ করছে। সাধারণ মানুষ যাতে সরকারকে সাহায্য করেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service