2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ছুড়ির আঘাতে আহত এক মহিলা ঘটনাস্থলে পুলিশ

জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ছুড়ির আঘাতে গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে পাওয়া যায় বড়মুড়া পাহাড় সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে । নাম প্রতিমা সরকার, বয়স ৩৩ বছর, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায় । বর্তমানে ওই মহিলা গুরতর আহত অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার বিবরণে জানা যায়, আজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩০ মিনিট নাগাদ প্রতিমা সরকার, বয়স ৩৩ বছর, মোহরছড়া এলাকার বাসিন্দা আজ সন্ধ্যায় আগরতলা থেকে একটি বলেরো মালবাহী গাড়ি করে তেলিয়ামুড়ার নিজ বাড়িতে আসছিলেন । কিন্তু গাড়িটি বড়মুড়া পাহাড়ের মধ্যে আসতেই আচমকাই ওই গাড়ির চালক মহিলা প্রতিমা সরকারের উপর ছুঁড়ির আঘাত করে । পাশাপাশি মহিলাকে ওই গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ । পরবর্তীতে বড়মুড়া পাহাড়েই পেছনে আশা একটি যাত্রীবাহী গাড়ি ওই ঘটনাটি জানতে পেরে ওই মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই মহিলাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর সাথে সাথে ওই মহিলাকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে পাঠানো হয় । এই খবরে ঘটনাস্থলে পুলিশও ছুটে যায় । তবে এই ঘটনায় দাবি উঠেছে সঠিক তদন্তের ।।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service