2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

৯দফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হল এস ইউ সি আই

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা:- বর্তমান পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসার পরিসেবা নিয়ে উঠছে হচ্ছে বিভিন্ন অভিযোগ। দেখা যাচ্ছে রাজ্যে যেভাবে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের সংখ্যা তার সাথে মুখ থুবড়ে পড়ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির পরিষেবা ও। এরূপ পরিস্থিতিতে সাধারণ মানুষ বিরত থাকতে চাইছে হাসপাতাল পরিষেবা ও কোভিড টেস্ট ও চিকিৎসকদের কাছ থেকে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার এস ইউ সি আই এর পক্ষ থেকে জিবি হাসপাতালে এর চিকিৎসা পরিষেবা উন্নয়ন ও কোভিড সেন্টারগুলোতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নিয়োগসহ ৯ দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশনের মিলিত হন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service