2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অনুষ্ঠিত হল ১৮ সূর্যমনীনগর মন্ডলের কার্যকারীনি বৈঠক

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রবিবার আমতলী স্কুল কমিটি হলে অনুষ্ঠিত হয় ১৮ সূর্যমনিনগর মন্ডলের কায‍‍্যকারিনী বৈঠক। এদিন বিগত দিন যে বিগত বিগত দিন যে কাজকর্ম হয়েছেন এবং আগামী দিন কি কি কাজ করা হবে তা নিয়ে আলোচনা করা হয়, তাছাড়া এই বৈঠকের মধ্য দিয়ে তৃনমুল স্তরের কার্যকর্তা থেকে শুরু করে সর্বভারতীয় স্তরের কার্যকর্তাদের মধ্যে দলিয় কর্মসূচী নিয়ে আলোচনা করা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল মন্ডল সভাপতি মান্তু দেবনাথ ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস সদর জেলার সভাপতি ডঃ অলক ভট্টাচার্যী রাজ্য কমিটির সদস্য মানিক দাসসহ অন্যান্য কার্যকর্তারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service