2024-11-18
agartala,tripura
রাজ্য

রাজধানী শিক্ষাভবনে ডেপুটেশনে মিলিত হল আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠন

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- একত্রিশে মার্চ ২০২০ সালে ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা চাকরিচ্যুত হয়। রাজ্যে মহামারী করোনাভাইরাস এর প্রভাবের ফলে লকডাউন ঘোষণা হয় যার জেরে বিগত পাঁচ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না শিক্ষক শিক্ষিকারা, এবং এরই মধ্যে ১০৩২৩ শিক্ষকের ১০ জন শিক্ষক মারা গিয়েছেন এবং এরকম আরো অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা বিনা চিকিৎসায় বাড়িতে মৃত্যুর পথযাত্রী হয়ে রয়েছেন, বৃহস্পতিবার রাজধানীর শিক্ষাভবনে নিজেদের দাবি আদায়ের ডেপুটেশনে এসে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন আমরা১০৩২৩ শিক্ষক সংগঠনের এক শিক্ষক। তাছাড়া তিনি আরো জানান শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি শিক্ষক থেকে ন্যূনতম অর্থরাশী আদায় করা হয় শিক্ষক ওয়েলফেয়ার ফান্ড এর জন্য, তাই তাদের দাবি যেসব শিক্ষক-শিক্ষিকারা বিশেষ অসুবিধায় ভোগছেন তাদেরকে যেন এই ফান্ড থেকে আইনি জটিলতা সরিয়ে দপ্তরের ডিডিও, আইএস এবং ডিসট্রিক এডুকেশন অফিসার এর মাধ্যমে এই অর্থ রাশি তাদেরকে প্রদান করার জন্য। পাশাপাশি এদিন ডেপুটেশনে এসে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেয় আমরা ১০৩২৩ শিক্ষকরা, জানান এই মুহূর্তে তাদের যে অবস্থা চলছে নিজের ছেলেমেয়েদের এবং বৃদ্ধ মা বাবার জন্য অন্ন জোগাড় করতে বেরোলেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার হুমকি দেয় বলে। তাছাড়া তিনি আরো জানান পুলিশের এরকম হুমকিকে তোয়াক্কা না করে নিজেদের দাবি আদায়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service