2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কৃষক দের সহায়তায় এগিয়ে এলো কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- কৃষক দের সহায়তায় শনিবার উদয়পুর রাজারবাগ এলাকার 112 জন কৃষক দের মধ্যে সার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার তুলে দেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী , বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, প্রবীর দাস, কৃষি দপ্তরের উপ অধিকর্তা গৌতম মজুমদার সহ পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন। কৃষি দপ্তরের এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানান এবং এই উদ্যোগে খুশি কৃষকরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service