2025-02-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সুহাস গন মৃত্যুর বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন করল পরিবার-পরিজনরা

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা- ১৯৯৪ সালের ১৩ ই ফেব্রুয়ারী বাম রাজত্বে রাজনৈতিক প্রতিহিংসায় যুব কংগ্রেস কর্মী তথা জিরানিয়া ব্লক এন এস ইউ আই কমিটির সাধারণ সম্পাদক সুহাস গণের নৃশংস খুনের সঙ্গে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে শনিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে সুহাস গণের পরিবারের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়, এদিনের বৈঠক থেকে সুহাস গণের পরিবার-পরিজন রাজ্য সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি অভিযুক্তদের শাস্তি প্রদান ও সুহাস গনকে সুবিচার দেওয়ার জন্য গভীর আবেদন জানান। এদিন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুহাস গণের বড় ভাইয়ের স্ত্রী জানান সুহাস গণের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক কেননা এখনো ঐদিনের ঘটনা সম্পর্কে এলাকার কোন মানুষ থেকে জানতে গেলে এলাকার মানুষের চোখে জল আসে বলে। নিজের ছোট ভাইয়ের মৃত্যুর বিচার চাইতে গিয়ে বড় ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের এই প্রচেষ্টা বর্তমান বিজেপি সরকারকে কতটুকু অনুপ্রানিত করতে পারে সেটাই এখন দেখার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service