2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

করোনা পরিস্থিতি ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিরোধী দলনেতা

জনতার কলম, এিপুরা,আগরতলা ,প্রতিনিধি :- রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সমস্ত দিক দিয়ে প্রয়োজনীয় সহায়তা করবে বিরোধী শিবির। এনিয়ে বাস্তব পরিস্থিতির নিরিখে সরকারের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরলেন বিরোধী দলনেতা মানিক সরকার। শুক্রবার বিরোধী দলনেতার নেতৃত্বে বাম পরিষদীয় একটি টিম কোভিড সংক্রান্ত ইস্যুতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে দীর্ঘ সময় সাক্ষাত করেন। সেখানেই বামেদের তরফে কোভিড নিয়ন্ত্রণে একাধিক দাবি তুলে ধরা হয়।

রাজনৈতিক মতভেদকে দূরে সরিয়ে রেখে করোনা মহামারী মোকাবিলায় এবার সদর্থক ভূমিকায় অবতীর্ণ হলো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের আরো কি কি করণীয় রয়েছে – সেবিষয়ে সরকার প্রধানের কাছে একগুচ্ছ বাস্তবোচিত পরামর্শ তুলে ধরলেন বাম পরিষদীয় দলের সদস্যরা। যার নেতৃত্বে থাকেন খোদ বিরোধী দলনেতা মানিক সরকার। শুক্রবার সকালে বামেদের একটি টিম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাসভবনে সাক্ষাতকার করতে যান। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন তারা। আলোচনার আগাগোড়াই হয় কোভিড সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে। সেখানেই বামেদের পক্ষ থেকে বিরোধী নেতা মানিক সরকার মুখ্যমন্ত্রীর কাছে করোনা মোকাবিলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু দাবি পেশ করেন। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের আর্থিক কোন সমস্যা রয়েছে কিনা সেটাও জেনে নেন বিরোধী শিবিরের নেতারা। পরবর্তী সময়ে এবিষয়ে মেলারমাঠ দলীয় সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন মানিক সরকার। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সাথে হওয়া আলোচনা সম্পর্কে বিশদে অবহিত করেন। তিনি জানান, কোভিড ১৯ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের অনুরোধ রাখা হয়। বিরোধী নেতা কোভিড মোকাবিলায় প্রয়োজনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আহ্বান রাখেন। যাতে ত্রিপুরাকে বিশেষ গুরুত্ব দিয়ে কোভিড মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় সরকার।

এর পাশাপাশি কাঞ্চনপুর, সাব্রুম, অমরপুর সহ বিভিন্ন মহকুমা হাসপাতালগুলিতে অতি দ্রুত করোনা পরীক্ষা নিরিক্ষার জন্য অত্যাধুনিক ল্যাব স্থাপনের দাবী রাখা হয়। বিরোধী নেতার পরামর্শ, এখনো যারা বাইরে থেকে বিমান, রেলযোগে আসছেন এবং বাংলাদেশ থেকে প্রবেশ করছেন তাদের যাতে সরকার নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার বন্দোবস্তের ব্যবস্থা করে। সেই সাথে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও কোভিড হাসপাতালগুলিতে সময় করে পরিস্কার পরিচ্ছন্ন ও স্যানিটাইজ করার উপরে বিশেষ গুরুত্ব তুলে ধরেন বিরোধী দলনেতা। কনটেইনমেন্ট জোনগুলিতে নির্দেশিকা সম্পর্কেও পর্যালোচনা করতে পরামর্শ দেন। এক্ষেত্রে মানিক সরকার দাওয়াই দেন যে বাড়িতে পজেটিভ রোগী পাওয়া যাবে সেই বাড়িকে কনটেইনমেন্ট জোনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাস বন্ধের জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেন বিরোধী নেতা মানিক সরকার। সব দলের নেতা কর্মীরা যাতে নির্ভয়ে ঘুরতে পারে এজন্য সরকার যাতে ব্যবস্থা করে তার আহ্বান রাখেন তিনি।

এদিন সরকার পরিচালনা সংক্রান্ত আরো নানা ইস্যুতে নিজের অভিমত তুলে ধরেন বিরোধী দলনেতা মানিক সরকার। যদিও অনেক ক্ষেত্রেই নিজের জমানায় সংঘটিত নানা ঘটনাবলী ভুলে গিয়ে বর্তমান সরকারকে জ্ঞান বিলিয়ে দিয়েছেন তিনি। এও জানিয়েছেন, এদিন মুখ্যমন্ত্রীর সাথে তাদের আলোচনা সদর্থক হয়েছে এবং মুখ্যমন্ত্রী অতি দ্রুত তাদের দাবিগুলি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিভাবে রাজ্যের গরীব অংশের মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া যায় এরজন্যও পরামর্শ দান করেছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service