জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- নারী অধিকার রক্ষা নারীদের উপর নিগ্রহ বন্ধ করা ও কার্য খাদ্যের অধিকার সুনিশ্চিত করা এই শ্লোগানকে সামনে রেখে শ্রমজীবী নারীর সমন্বয় কমিটির আহব্বানে সাত দফা দাবির ভিত্তিতে রাজধানীর মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। এ দিনের কর্মসূচি থেকে নারী নেত্রী ঝরনা দাস বৈদ্য বর্তমানে রাজ্যে যে সমস্ত নারীঘটিত অপরাধ সংগঠিত হচ্ছে তার তীব্র নিন্দা জানান এবং আন্দোলনের যে 7 দফা দাবি সেই দাবি যদি রাজ্য সরকার না পূরণ করেন তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তিনি।
Leave feedback about this