2025-02-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পুর ভোটের আগে কংগ্রেস শূন্য পুর নিগম

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা , আগরতলা :- আসন্ন পুর সভা নির্বাচনের আগে বড়সর ভাঙ্গন কংগ্রেসে। আসন্ন পুর সভা নির্বাচনে বিজেপি দলকে আরো শক্তিশালী করতে এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কাউন্সিলার রত্না দত্ত এবং শম্পা সরকার চৌধুরী। এদিন তাদের দলীয় পতাকা এবং উত্তরীয় দিয়ে বরন করে নেন রাজ্যের পশ্চিম জেলার সাংসদ প্রতিমা ভৌমিক এবং প্রদেশ বিজেপি সভাপতি ড: মানিক সাহ। এদিনের কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি বক্তব্য রাখতে গিয়ে আসন্ন পুর সভা নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে দল প্রস্তুত বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। তাছাড়া নব নিযুক্ত দুজন কাউন্সিলার সাংবাদিকদের প্রশ্নোত্তরে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার লক্ষে এবং দলের সাংগঠিক কার্যকলাপে মুগ্ধ হয়ে বিজেপি দলে যোগদান বলে জানান এরা। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত , রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথসহ দলীয় কর্মকর্তার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service