2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সাধারণ মানুষের বিদ্যুতের বিলের সমস্যা এবং মিটারের অভিযোগ নিয়ে সরব প্রাক্তন বিদ্যুত মন্ত্রী

জনতার কলম প্রিতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- শুক্রবার সিআইটিইউ সদর কার্যালয়ে প্রাক্তন বিদ্যুত মন্ত্রী মানিক দে সাংবাদিকদের মুখোমুখি হলে রাজ্যের একটা অংশের মানুষের যে বিদ্যুতের বিল মুকুব করে দেওয়ার দাবি উঠছে সে বিষয়ে উনার কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, বিদ্যুতের বিল মুকুব করতে হলে নিগমকে সেই দায়িত্ব বহন করতে হবে বলে জানান এবং এখন এই মুহূর্তে নিগমের সেই আর্থিক ক্ষমতা আছে কিনা সে বিষয়ে তিনি অবগত নন বলে জানানোর পাশাপাশি তিনি বলেন যদি বিপন্ন মুহূর্তের কথা চিন্তা করা হয় তাহলে তিনি মনে করেন সেই মুহূর্তের পর যে ঋণের বোঝা চাপানো হয়েছে সাধারণ মানুষের উপরে এদিক থেকে পেনাল্টি গুলো যেন সরিয়ে দেওয়া হয় সে বিষয়ে নিগমকে চিন্তাধারা করা উচিত বলে বক্তব্য রাখেন তিনি. তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের রিডিং না পরীক্ষা করে আনুমানিকভাবে বিদ্যুতের বিল চাপানোর অভিযোগ নিয়ে উনাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে বাড়ি বাড়ি গিয়ে রিডিং না পরীক্ষা করে বিদ্যুতের বিল নির্ধারণ করা তা অপ্রাসঙ্গিক ব্যাপার, এক্ষেত্রে তিনি স্মার্ট মিটারের কথাও উল্লেখ করেন তিনি বলেন যদি কোথাও স্মার্ট মিটার থাকে তাহলে সেখান থেকেই বিদ্যুৎ নিগমের কর্মীরা রিডিং নিয়ে বিদ্যুতের বিল নির্ধারণ করে দিতে পারে তাছাড়া মানুষের যদি এমন কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটা নিয়ে নিগমে অভিযোগ জানানোর কথাও জানান তিনি.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service