2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তামাক মুক্ত অঞ্চল গড়তে গোমতী জেলা সভাধিপতির বৈঠক

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- তামাক মুক্ত অঞ্চল গড়ার তোলার লক্ষ্যে বৃহস্পতিবার উদয়পুর গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে জেলা ভিত্তিক তামাক নিয়ন্ত্রণে বহু অংশীদারদের ঝোঁক কমাতে এক দিবসীয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সদস্যা শুক্লা মজুমদার, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের ম্যানেজার সুজিত ঘোষ প্রমুখ।সেমিনারে গোমতী জেলার বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। টোবাকো বিরোধী এই সেমিনারে অংশ নিয়ে জেলা সভাপতি স্বপন অধিকারী বলেন টোবাকো মুক্ত সমাজ গঠন করার জন্য সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। শীতল মজুমদার বলেন টোবাকো মুক্ত সমাজ গঠন করার আগে আমাদেরকে একটা বাক্য মুক্ত পরিবার গঠন করতে হবে।এছাড়াও সংস্থার কর্মকর্তারা মুক্ত সমাজ গঠন করার জন্য কি কি করা দরকার তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং টাবাকো বিষয়ে বিভিন্ন বর্তমান আইন কানুন ও শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service