জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা:- ভারত কেশরী ড: শ্যামাপ্রাসাদ মুখার্জীর ১২০তম জন্মজয়ন্তীকে সামনে রেখে আয়ুষ মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়ীজ এসোসিয়েশন. এদিনের অনুষ্ঠানে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত রাজ্যের আয়ুষ এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এই বিপন্ন মুহূর্তে এধরণের কর্মসূচি হাতে নেওয়ার জন্য. তিনি আরো বলেন আয়ুষ এসোসিয়েশন শুধু এবার নই প্রত্যেক সময়েই এধরণের কর্মসূচি করে থাকেন বলে. এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তসহ আয়ুষ মিশনের কার্যকর্তাসহ এলাকার অন্যান্য নেতৃত্বরা.
রাজ্য
শ্যামাপ্রাসাদ মুখার্জীর ১২০তম জন্মজয়ন্তীতে ত্রিপুরা আয়ুষ মিশন এমপ্লয়ীজ এসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন
- by janatar kalam
- 2020-07-06
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this